ছড়া - কবিতা ২ । মাঘ ১৪৩১


   রাইট ব্রাদার্স 












পার্থ সিনহা 

পূর্ববর্দ্ধমান, পশ্চিমবঙ্গ



বিশেষ কাজে রাতের প্লেনে রওনা দেব চীন 

নেই সেখানে থাকার সময়,ফিরব পরেরদিন! 

এয়ারবাসের টিকিট কেটে-চাপিয়ে গায়ে কোট

সন্ধে নামার আগেই গেলাম পৌঁছে এয়ারপোর্ট!

সকাল সকাল চুকল আমার সিকিউরিটি চেক

ছাড়তে বিমান দেরি দেখে, একটু নিতে ঠেক..

হাজির হলাম গেস্ট-হাউসে,বাজছে তখন ছ'টা

বাইরে জোরে বইছে হাওয়া,মেঘের ঘনঘটা! 

বসার আসন সবই খালি, যাত্রী সংখ্যা কম

নৈশালোকে কেমন যেন গা করে ছমছম! 

সামনে বসে দু'জন সাহেব,গল্পতে মশগুল 

মুখ দেখে খুব লাগছে চেনা,কোঁকড়ানো সেই চুল!

বলল,' ব্রাদার, কোথায় যাবে? উঠবে প্রবল ঝড়

রাতের উড়ান ছাড়বে না আর,যাও,ফিরে যাও ঘর!'

কেমনকরে জানলে এসব? প্রশ্ন শুনে কয়

'..আমরা বিমান আবিষ্কারক, রাইট ভাতৃদ্বয়!'


অমনি দেখি চেয়ার ফাঁকা,কোথায় দু'ভাই রাইট?

হাওয়ার দাপট বাড়ল এমন- বাতিল হ'ল ফ্লাইট!