ছড়া - কবিতা ৪ । আশ্বিন - ১৪৩১


     দুর্গা












পার্থপ্রতিম 

আচার্য 

আসানসোল , পশ্চিম বঙ্গ




 

বাগানের আছে সন্ধ্যামালতি

আকাশের খোলামাঠ,   

নদীটির আছে নিরিবিলি ঢেউ...

থই থই বাঁধা ঘাট। 

 

প্রকৃতির আছে রূপালি ঝালর

ভাটিয়ালি-টুসু গান,

কাশফুল থাকে সড়কের ধারে

রঞ্জিত অম্লান। 

 

পাখিদের আছে দল বেঁধে ওড়া

চলে যাওয়া বহু দূর...

বাতাসের থাকে মধু-মৌমাছি

থাকে বনমালিপুর।

 

পুকুরের জলে চ্যাং-সরপুঁটি

হাঁসগুলি যায় ডেকে;

স্কুল থেকে ফিরে ছোট্ট দুর্গা

দাঁড়িয়েছে রং মেখে।