অমলের শরীর আজ ভীষণ মলিন কবেকার জ্বর তার এখনও ছাড়েনি। কত বদ্যি, কত হাঁকডাক সকলই বৃথায় যায়। জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে অমল। দুচোখে তার অনন্ত বিস্ময়।
কতদিন শোনেনি সে দইওয়ালার ডাক
"দই চাই ! দই! ভালো দই!"
দইওয়ালা স্থানুবৎ দাঁড়িয়ে পড়ে
অমলের জানালার পাশে।
অমল তার আসা যাওয়ার... পথের বন্ধু। তার কথা সে মন দিয়ে শোনে।
অমলের একই প্রশ্নের হাজার বার উত্তর দিয়ে
সুখ পায়।
তবু তার ভালো লাগে
কবে তার চিঠি আসবে রাজার কাছ থেকে
এই একই প্রশ্নের হাজার বার উত্তর দিতে।
অমলকে শান্ত্বনার বাণী সে শোনায়। " তোমার চিঠি এখন মাঝপথে আছে।
দু একদিনের মধ্যেই তুমি
রাজার আমন্ত্রণ পত্র পেয়ে যাবে।"
রাজার চিঠির অপেক্ষায় অমল
জানালার ধারে আনমনে বসে থাকে।
অমল এও জানে সুধা তার জন্য
জুঁই ফুলের মালা নিয়ে আসে
প্রতিটি প্রত্যুষে। সুধা তার পরম শুভাকাঙ্ক্ষী ভালোবাসার জন।
|