কীভাবে যে কোথায় হাওয়ায়- হাওয়ায়
মেঘেরা ভেসে যায় শুধু শৃঁড় তুলে
গাছেদের ফুল ফোটাবার কথা ভুলে
দুপুর গড়িয়ে দাওয়ায়- দাওয়ায়
বিকেল নেমে এলে ছায়ায়- ছায়ায়
রোদ্দুর মুছে ঠিক দিগন্ত ছাড়ালে
সন্ধে ঘনায় জোনাকিরা জ্বলে পাতার আড়ালে
দিন তবু থেমে থাকে দিনে মায়ায়-মায়ায়
কীভাবে যে নদী বয়ে যায় ধীরে-ধীরে
ঢেউ ভেঙে-ভেঙে দূর সাগরের দিকে---
সব গান-স্বপ্ন-গল্প -রঙ হয়ে যায় ফিকে
যায় তবু যায় না তাকায় ফিরে- ফিরে
সকালে সূর্য উঠে ঘুম ভাঙায় বীজে-বীজে
পাখির আকাশ হারায় ডানাদের ভিড়ে
এতকিছু কীভাবে যে হয় সময়কে ছিঁড়ে
কেউই জানে না অসময় ভাবে নিজে-নিজে!