আকাশে ওড়ার স্বপ্ন ছেলের কোথায় পাবে ডানা
ইচ্ছেগুলো নিজের যত সবখানেতেই মানা।
বাবা ছেলের পি.এইচ.ডি. ফিজিক্স প্রোফেসর
মা ছেলেটির এম.বি.বি.এস. নামকরা ডাক্তার।
পড়াশোনায় তুখোড় ছেলে ক্লাসের ফার্স্ট বয়
ডাক্তার না হলে ছেলে, বাবার স্বপ্ন যাবে কোথায়?
বাবা-মায়ের বাধ্য ছেলে সব কথা সে শোনে
পড়তে ছেলে চাই না শুধু, খেলায়ও মনটা টানে।
বাবা-মায়ের জেদের কাছে হার মানে তার মন
এখন শুধুই বই নিয়ে তার কাটে সারাক্ষণ।
এই বছরে ক্লাস নাইন পিঠে বইয়ের বোঝা
ভোর পাঁচটায় উঠে ছেলে পড়তে বসে সোজা।
চার-চারজন গৃহশিক্ষক, ছেলে পড়ে তাঁদের কাছে
ভুলল ছেলে খেলার মাঠ কোনখানেতে আছে!
সারাটাদিন পড়া পড়া, ফুরসত খেলার নাই
ইচ্ছে বাবার, মা-ও বলেন, ডাক্তার হওয়া চাই।
দিনের শেষে বেরিয়ে আসে তার ক্লান্ত দীর্ঘশ্বাস
স্বপ্নে ছেলের ক্রিকেট মাঠ বুক জুড়ে হাঁসফাঁস!