তোমাদের পাতা - ৫ । আষাঢ় ১৪৩১

 বাচ্চাদের প্রোগ্রাম 










ভাগ্যশ্রী দেব
দ্বিতীয় শ্রেণি
মোহনপুর ইংলীশ মিডিয়াম স্কুল
মোহনপুর, ত্রিপুরা





 

কিছু দিন আগে, আমি গিয়েছিলাম মামার বাড়ি। সেখানে আমার খুব আদর। সারাদিন হই-হুল্লোড় করার পর সন্ধ্যায় মামা হঠাৎ বলে উঠল –

       -      "কিরে বাচ্চাদের প্রোগ্রাম আছে ক্লাবে, দেখতে যাবি।"

            আমি বললাম- যাবো, যাবো। আমার প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগে। মামা বলল

      -    "চল তাহলে"। ক্লাবে গিয়ে দেখি খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন। অনেক বাচ্চা ছেলে মেয়ে সেইখানে সেজে গুজে এসেছে। তারপর, অনেক বাচ্চা এখানে গান করেছে, নাচ করেছে, অনেকেত আবৃতি, কবিতা ও করেছে। আমার ভীষণ মজা লেগেছে এখানে। আমার মতো ছোট বাচ্চাদের প্রোগ্রাম দেখতে আমার খুব ভালো লাগে।