ছড়া - কবিতা ২০ । পৌষ ১৪৩১


     খোকা ও মা













সুকান্ত সেনগুপ্ত

বাঁকুড়া, পশ্চিমবঙ্গ



বললো খোকা মা'কে গিয়ে

দেখো আকাশ কোলে,

দিবা নিশি কেমন করে

সূর্য শশী দোলে!


দেখ কেমন গগন তলে

ওই উড়ে যায় পাখি,

ভাসছে তারা কেমন করে

ঘর বাড়ি নেই নাকি!


মা'য়ে ধরে বলল খোকন

জগৎ তাদের সারা,

তাদের মত তুইও আমার

বুকের আকাশ তারা।


দেখ-না কেমন শিশির কণা

ফুলেই থাকে শুয়ে,

এমনি করেই জগৎ চলে

প্রেমের বাঁধন দিয়ে।