ছড়া - কবিতা ৭ । পৌষ ১৪৩১



    ছড়া আমার 












তীর্থঙ্কর সুমিত

হুগলী, পশ্চিম বঙ্গ



লিখতে গিয়ে ছড়া আমার

মিলছে না যে শব্দ

ভূতের বাপের গাল খেয়ে তাই

হলাম ভারি জব্দ।


ঘেঙড় ঘ্যান পেনর প্যান

নানান রকম বুলি

গাছের ডাল, মটকা ভাঙা

হাওয়ায় ওড়ে খুলি।


এমনি সময় বিকট আওয়াজ

এক এক্কে দুই

নামতাগুলো গেলাম ভুলে

আওয়াজটা ছুঁই ছুঁই।


হিসেব নিকেষ ভুলে ভরা

চাঁপা গাছের ডাল

খানিক বাদে বার্তা পেলাম

আসবো আবার কাল।