ডা. দীপঙ্কর ব্যানার্জ্জী

 ভবানীপ্রসাদ মজুমদার









ডা. দীপঙ্কর ব্যানার্জ্জী

 

 

ভবানীপ্রসাদ মজুমদার

মানুষ ছিলেন মজাদার

কবিতা এবং ছড়াকার

কদমতলায় বাস,

জায়গা বলি হাওড়ায়

শানপুরে ঠিক মাঝটায়

নতুন সড়ক ধারটায়

দাশনগরের পাশ।

 

শতাধিক ছড়ার রাশি

কিশোর মনে মাতায় খুশি

কচিকাঁচার মুখে হাসি

মুখস্থ সবখানে,

ছড়াগুলো ভারি বেশ

মনের ভেতর দেয় না ক্লেশ

মিষ্টি সুরের টানছে রেশ

ছন্দ তালের বানে।

 

পুরস্কার বলব কত

পেয়েছেন কয়েক শত

শিশুকিশোর জায়গামতো

স্থান পেয়েছেন মনে,

আজকে দেখি নিঝুম ঘরে

একটা দিকে করুণ স্বরে

কী যে ভাবে আকাশ পরে

শূন্য দৃষ্টি হেনে




  

<