ছড়া - কবিতা ৫ । চৈত্র ১৪৩১




   বন্ধু












বদ্রীনাথ পাল 

পুরুলিয়া, পশ্চিমবঙ্গ



মাথার উপর ওই যে আকাশ দেখছো সবাই যেটা-   
ওর মতো আর বন্ধু আমার নেই বলে দিই সেটা।
একলা একা থাকলে বসে বলে কানে কানে -
“চুপ কেন ভাই, চাঁদ সূর্য তাকিয়ে তোমার পানে!”

চাঁদের কিরণ গাছ গাছালির মাথায় যখন ঝরে -
আকাশ যেন বলে, “বন্ধু-বন্দী কেন ঘরে!
বেরিয়ে এসো, দেখো কেমন চাঁদ উঠেছে বুকে-
আমি থাকতে রইবে কেন এমন গোমড়া মুখে?”

রাতের বেলা যখন তারার হাজার প্রদীপ জ্বলে-
হাসতে থাকে ওরা যখন সবাই দলে দলে,
আকাশ যেন বলে আমায় “বন্ধু, আমি আছি -
যতই দূরে থাকি, মোদের মন যে কাছাকাছি!”