ছড়া - কবিতা ১৩ । পৌষ ১৪৩১



    আমার আছে













সুব্রত চৌধুরী

নিউ জারসি, যুক্তরাষ্ট্র



আমার আছে ভোরের আলো পাখির গানের সুরে

ফুলবাগিচায় ফুলে ফুলে ভ্রমর বেড়ায় উড়ে ।


আমার আছে মিষ্টি হাওয়া নদীর কলতান

আকাশ নীলে মেঘবালিকার খুশি অফুরান।


আমার আছে দোয়েল শ্যামা গলায় মধুর গান

ভাটির সুরে মনের মাঝে ডাকে খুশির বান।


আমার আছে শক্তি সুনীল জসীম দুখু রবি

তাদের লেখায় ভেসে ওঠে আমার দেশের ছবি।


আমার আছে রোদের সিকি ঝিকিমিকি আলো

রাতের বেলা চাঁদের কিরন তাড়ায় নিকষ কালো।


আমার আছে ইন্দ্রধনু সাতটি রঙে ওই

তাই না দেখে ছন্দে নাচে খুকুর সাথী সই।


আমার আছে জুনি পোকা ঝিঁ ঝিঁ গানের সুরে

মনটা খোকার যায় হারিয়ে কোন সে অচিনপুরে।


আমার আছে  নিপুন হাতে বোনা নকশিকাঁথা

সুঁই সুতোতে মায়ে আঁকে বীরের গৌরবগাঁথা।