মফস্সলে চাঁদের আলো রাস্তা ধুলো মোড়া,
বিমল বায়ু ছড়িয়ে দিতে ছোটে সবুজ ঘোড়া।
গাছগাছালি শিশুর মনে সোহাগ ঢেলে হাসে,
গল্প বলে ফুলেরা সব মন ভোলাতে আসে।
পাখির ডাকে আকাশ থেকে ঝরনা এসে নামে,
রাজকন্যা হঠাৎ যেন মুচকি হেসে থামে।
বিলাস করে চাঁদের আলো গাছের পাতা নড়া,
শিশুরা সব পড়তে থাকে ভবানীদার ছড়া।
জীবন মানে নকশা আঁকা রঙিন রেখা টানা,
বুকের মাঝে মিষ্টি কিছু স্বপ্ন ধরে আনা।
তারপরে সে স্বপ্নগুলো পাখনা দিয়ে জুড়ে,
ছড়িয়ে দাও সবার মাঝে আঁধারে-রোদ্দুরে।
সেবায়-ত্যাগে চিত্ত-ঘেরা ভালোবাসার টানে,
দেশ পেরিয়ে বিশ্ব এসে দাঁড়াবে মাঝখানে।
এসব কথা বন্দি করা ছন্দ দিয়ে গড়া,
শিশুরা সব পড়তে থাকে ভবানীদার ছড়া।
ইমেল-নেটে মাউস ঘেঁটে কিশোর জবুথবু,
জাদুকাঠির ছোঁয়ায় তারা চোখ ফেরাবে তবু।
খোলা আকাশ নদীর টানে আসবে তারা মাঠে,
স্বপ্ন এসে ভিড় জমাবে বিজন খেয়াঘাটে।
হরেক মজা খুশির তোড়ে দু-চোখে
ঘোর লেগে,
অচল দেহ থেকে জীবন উঠবে জোরে জেগে।
সবার চোখে স্বপ্ন হেসে করবে নড়াচড়া,
পড়বে তারা ভবানীদার জাগরণের ছড়া।