ছবিতে - শৈশব । জ্যৈষ্ঠ ১৪৩১


 অরুনিতের শৈশব 









রুনেশ দাস
আগরতলা, ত্রিপুরা




 

নিষ্পাপ শৈশব বোধহয় সেটাই যখন পদ্মফুলের

একটা পাপড়ি দিয়েও একটা নৌকা বানানো যায়।

শিশুদের কল্পনার জগৎ কি আদৌ আছে?

আজকাল তো বদ্ধ ঘরে প্লাস্টিকের খেলনা, টিভিতে কার্টুন, মোবাইলের রিলস, ল্যাপটপের গেম। বাচ্চাদের কোনো কল্পনার জগৎ তৈরিই হয় না। আমরা অভিবাকরাই নিজেদের ফ্রী রাখার চক্করে সময় কাটানোর আধুনিক প্রাণহীন উপাদানগুলো তাদের সামনে মজুত করে রাখি। তাই দিনদিন শৈশবের উচ্ছ্বলতা হারিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো শৈশব এড়িয়ে সোজা কৈশোরে পৌঁছে যাচ্ছে। পড়াশোনা, গান, আবৃত্তি, আর্ট, নাচ, অলিম্পিয়াড সবকিছুতেই এক নম্বার হতে হবে। শুধুমাত্র মাটির কাছে যাওয়া যাবে না, মাটি, বালি, জল-কাদা র থেকে দূরে থাকতে হবে। নোংরা লেগে যাবে।

এ এক অদ্ভুত আত্মঘাতী প্রতিযোগিতা!




ছবিতে অরুনিত ।