বৃষ্টি ভিজে
ব্যাঙের দাদুর
হলো সর্দি কাশি
ভীষণ বিপদ
ব্যাঙেরা সব
ছুটলো গয়া কাশী!
কাশীর নাকি
বদ্যি ভালো ভীষণ
নাম তার
এ তল্লাটে
ওনার মতো নেই
কোনও ডাক্তার!
বদ্যি বাবুর
দেমাক ভারি, কলে যান না তিনি
গেলেই হাতে
গুনে নেন একশ
সোনার গিনি!
কোথায় পাবে
সোনার গিনি! ঝড়
বৃষ্টির জলে
ঘর বাড়ি
সব ধুয়ে সাফ, কাঁদছে অশ্রুজলে!