ছড়া - কবিতা ৪ । জ্যৈষ্ঠ ১৪৩১


 ফ্ল্যাট বাড়ি ও খুকু











অশোক কুমার ঠাকুর

কোচবিহার, পশ্চিম বঙ্গ





 

খুকু থাকে ফ্ল্যাটবাড়ি, কলকাতা শহরে

কংক্রিটে ঘেরা শহর, দৈর্ঘ্যে ও বহরে

ঘর থেকে আকাশটাকে যায়না সঠিক দেখা

আয়ামাসি খেয়াল রাখে, খুকু থাকে একা।

সঙ্গী নেই, সাথী নেই আত্মীয় নেই কাছে

খোঁজ রাখেনা মা-বাবা খুকু কেমন আছে!

মাঝে মাঝে একটা দুটো পাখি দূরে গায়

খুকু শোনে ডাকছে পাখি, "আয়রে খুকু আয়,

খেলবি যদি আয়রে খুকি, উড়াল দিই বনে",

"পাখি হব পাখি হব", ভাবে খুকি মনে।

 

বাবা প্রায়ই বিদেশ থাকেন, মাসেক পরে বাড়ি

অনেক রাতে মা ফিরেন, চালিয়ে নিজেই গাড়ি।

 

খুকু চায় একটু মাঠ, একটি গাছের ছায়া

একটুখানি মায়ের আদর, বাপের স্নেহ মায়া।