ছড়া - কবিতা ৩ । আষাঢ় ১৪৩১


 বৃষ্টির দৃশ্যাবলী











অচিন্ত্য সুরাল  

কলকাতা, পশ্চিম বঙ্গ





 

মেঘ ঘনালো; বৃষ্টি এলো,

বৃষ্টি ঝরে

একটা ছেলে অঙ্কখাতা

বন্ধ করে

তাল খোঁজে সে--- বন্ধ

হলেই মায়ের চোখ

ছুট লাগাবে মাঠের

দিকে; ভেজার ঝোঁক

আর তাছাড়া বন্ধুরা সব

তারও আগে পৌঁছে

গেছে--- ভাবলে যেন

কেমন লাগে

 

বৃষ্টি পড়ে মুষলধারে

তুমুল হারে

একটা মেয়ে আটকে

আছে পথের ধারে

কোচিং ক্লাসে যেতেই

হবে, যায় কি করে!

ভিজতে মানা, ভুগছে

কদিন অল্প জ্বরে

পরীক্ষা কাল, ছাতাও

তো নেই মেয়ের হাতে

ঠোঁট কামড়ায় বৃষ্টি

থামার অপেক্ষাতে

 

বৃষ্টি নামে হুড়মুড়িয়ে।

রাস্তা ফাঁকা

চিন্তিত খুব এক ভিখারী।

সকাল থেকে

হয়নি খাওয়া নেই

বাটিতে দশটা টাকা

তাই নিরুপায়, বৃষ্টি এলো

আবার জেঁকে

বাসযাত্রীর ছাউনিতলায়

একটানা সে

বসেই আছে, ভাগ্যটা

তার মুচকি হাসে

 

বৃষ্টি থামে, আজ মা

সারাদুপুর জেগে

বৃষ্টি ধরে, বন্ধু এল

কোচিং সেরে

বৃষ্টি উধাও, ততক্ষণে

রুটির দোকান

ঝাঁপ ফেলেছে, আজকে

উপোস কপালফেরে