ছড়া - কবিতা ৫ । অগ্রহায়ণ ১৪৩১


   ভাল ছেলে











মেঘদূত অঙ্কন

ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র




 

মেঘ বলল, খেলতে যাবি মেঘের দলে!

নদী বলল, ভাসবি কি রে নদীর জলে?

পাখি বলল, আমার সাথে মেলবি ডানা!

খেলবি রে আয়! বললে এসে বিড়াল ছানা।

বললে পাহার, আমার সাথে ঘুরতে যাবি?

গাছ বললে, আমার শাখায় দোল কি খাবি?

বলল বাতাস, চল মোরা আজ ওড়াই ঘুড়ি!

সাগর বলল, আয় দু'জনে কুড়োই নুড়ি!


আমি বললুম, আমার যে গো খেলতে মানা!

চার দেওয়ালে বন্দী আমার হৃদয়খানা!

পড়াশোনার মাঝেই আমার সময় কাটে,

ভালো ছেলে যায় কি কভু খেলার মাঠে?

নীল আকাশে মেললে ডানা বকবে যে মা!

কেমন করে খেলব বলো বিড়াল ছানা?

পড়ার চাপে মন যে আমার মরতে থাকে,

ভালো ছেলের মনের খবর কেউ কি রাখে?