ছড়া - কবিতা ১২ । পৌষ ১৪৩১



    মনটা যে চায় 













বদ্রীনাথ পাল

পুরুলিয়া, পশ্চিমবঙ্গ



মনটা যে চায় আবার হারাই

শিশু বেলার মাঝে-

সেজে উঠি তেমনি করে 

ছোট্ট শিশুর সাজে !


সোনার কাঠি রূপোর কাঠি

বন্দী রাজার কন্যে-

সাতটি সাগর পেরিয়ে খুঁজি

তাদের হয়ে হন্যে।


পুতুল খেলি দিদির সাথে 

আবার পড়ার ফাঁকে -

চুলের ঝুঁটি দিই টেনে তার 

বলুক গিয়ে মা'কে !


খিলখিলিয়ে উঠবো হেসে 

মায়ের কোলে চড়ে,

ফিরে কী আর সেদিন গুলো

বড্ড মনে পড়ে।