শুধু মানুষ নয়সব প্রাণীরই মা হয়ওঁরা 'মা' এই জন্যেইযতদিন না সন্তাননিজের পায়ে দাঁড়াতে পেরেছেওঁরা একটা দিনের জন্যেওনিজের জন্যে বাচেনি।
শুধু মানুষ নয়
সব প্রাণীরই মা হয়
ওঁরা 'মা' এই জন্যেই
যতদিন না সন্তান
নিজের পায়ে দাঁড়াতে পেরেছে
ওঁরা একটা দিনের জন্যেও
নিজের জন্যে বাচেনি।