ছড়া - কবিতা ১ । আষাঢ় ১৪৩১



 কাকের ছানা











তুহিন কুমার চন্দ  

দিনাজপুর, পশ্চিম বঙ্গ




 

একটা কাকের ছানা

খোকন সোনার পড়ার ঘরে

রোজই দিতো হানা।

 

বায়না যে তার পড়ার,

শিখবে সে ও লিখবে সে ও

জীবনটাকে গড়ার।

 

যতই খোকা করছে বারন

তুলছে না সে কানে,

ঘরের চালে মত্ত থাকে গানে।

 

আমসত্ত্ব ঠোঁটে করে

এনেই দিলো হাতে

পড়ার ঘরে রাতে।

 

যা না ফিরে গাছের ডালে

একটু গিয়ে ঘুমো

তোর ঠোঁটে মা এঁকেই দেবে চুমো।

 

ছোট্ট কাকের ছানা

গেলই উড়েই পুব আকাশে

আনতে হীরের দানা।

 

খোকা বলে আয় নেমে আয়

মেঘ দেবে যে ঝাঁকি

শিখবি শুধু কা কা পড়াই নাকি?

 

ছুট্টে এলো কাকের ছানা

বগল দাবায় বই

রাত ফুরোলো সেসব ছবি কই!!