ছড়া-কবিতা - গানের পাখি, বন্ধু পাখি - শঙ্কর কুমার চক্রবর্ত্তী । ফেব্রুয়ারি - ২০২৪




 গানের পাখি, বন্ধু পাখি







শ ঙ্ক র  কু মা র 
চ ক্র ব র্ত্তী




....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

সারাদিন শুধু অপেক্ষাতে থাকি

কখন আসবি ওরে গানের পাখি ,

ভোর বেলাতে জানলা ধারে এসে

গানের সুরে করবি ডাকাডাকি I

 

ফড়িংগুলো উড়ে বেড়ায় গাছে

চালতা বাগান হাওয়ায় কথা কয়,

দুপুর রোদে কোথায় ঘুরিস তোরা

কোন বনে যে কাটাস সারা সময়?

 

আমি থাকি একলা ঘরের কোণে

কেউ রাখে না খবর আমার মনের,

ও পাখি তুই আসিস যদি কাছে

খবর নেব দূর পাহাড়ী বনের!

 

আকাশ জানে আমার মনের কথা

আর জানে ওই সন্ধ্যাবেলার তারা,

তুই যদি হোস বন্ধু একটি দিনের

দু'চোখ জুড়ে দেখবি জলের ধারা !!