ছড়া-কবিতা - যেমন তেমন - বনশ্রী মিত্র । জানুয়ারি - ২০২৪

   






 যেমন তেমন 








ব ন শ্রী
মি ত্র 




....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

ধোপা বলে কাপড় কাচি 

দরজি বলে কাপড় কাঁচি 

দুটো ফুল কাছাকাছি 

গুড়ের ওপর উড়ছে মাছি 

গুড়ে আবার ভাগ নিয়েছে 

কাঠপিঁপড়ে বড্ড পাজি।

 

ধোপা বলে ধুচ্ছি কাপড় 

দরজি বলে কাটছি কাপড় 

গরম তেলে ভাজছি পাঁপড়

খাচ্ছি মজায় কড়রমড়র 

পাঁপড়ভাজায় চোখ পড়েছে 

পাশের বাড়ির লোভী মেসোর। 


কাপড় শুকোয় ধোপার বাড়ি 

সেলাই করে দরজি হরি

টিয়ার সাথে চলছে আড়ি

দিদি গেছে শ্বশুরবাড়ি 

নদীর জলে কলসি ভাসে 

কেউ কি তারে ধরতে পারি?