বৃষ্টি
এল ঝমঝমিয়ে বৃষ্টি এল জোরে
বর্ষা
দিনে অন্ধকারে সূয্যি নেইকো ভোরে।
গুড়ুম
গুড়ুম মেঘ যে ডাকে বিজলি চমকায়
আকাশ
জুড়ে ছোটে যেন হাতি অতিকায়।
ছোট্ট
খোকার ঘুম ভেঙে যায় গর্জনে গর্জনে
চমকে
ওঠে মায়ের কোলে শুয়ে ক্ষণে ক্ষণে।
গাছের
মাথা ভিজছে দেখি ভিজছে কাক ডালে
দুইটি
শালিক ভিজছে শুধু বসে খড়ের চালে।
বৃষ্টি
পড়ে মুষল ধারে সারাটা দিন ধরে
কুকুরগুলো
দাঁড়িয়ে ভেজে মনটি খারাপ করে।
জলে
ডোবা রাস্তা দিয়ে গরুর গাড়ি যায়
ফসলগুলো
নষ্ট হল চাষির কপাল হায়!
থাম রে
বৃষ্টি, থামরে
এবার, এইটুকু
মা চায়
সারাটা
দিন জ্বালালি তুই, খোকার যে ঘুম পায়!