ছড়া - কবিতা ৪ । শ্রাবণ ১৪৩১



  ভুতের কান্না













সবিতা বিশ্বাস

নদীয়া, পশ্চিম বঙ্গ














এই লেখাটির      >
মুদ্রিত সংখ্য
রেজিঃ ডাকে পেতে -

 

রাত হয়েছে বেশ খানিক হয়তো হবে নয়

হনহনিয়ে হাঁটছি একা করছে বেশ ভয়

তেঁতুল তলা পেরিয়ে গেলে বল খেলার মাঠ

তার পাশেই মিতিনদের সান বাঁধানো ঘাট

ডাইনে পড়ে বাঁশবাগান বুড়ো শিবের থান

ওইখানেতে রাত দুপুরে ভূতেরা গায় গান

রামের নাম জপছি মনে হটাত্ শুনি দাঁড়া

ধমক শুনে কেঁপেই মরি মাথার চুল খাড়া

টাকা পয়সা জামা কাপড় রাখ এখানে খুলে

বেগড়বাই করলে পরে কানটি দেব মুলে

ভাবছি আমি গলাটা যেন লাগছে চিনি চিনি

খানিক কেশে বললো হেসে আমি হলাম তিনি

যার ভয়েতে গায়ের লোম হয়েছে তোর সোজা

হয়তো চিনি মনে হলেও সহজ নয় বোঝা

দিলাম তোকে গামছাখানা জড়িয়ে নিবি গায়

হাঁটবি সোজা মাইল চার চলবি ধীর পায়

ভূতের মতো কইছে কথা আসল ভূত নয়

বুঝেই সেটা দিলাম ঘুষি ভয়কে করে জয়

বাবাগো মাগো গেলাম মরে মারিস না রে ভাই

ভূত নইরে রতন আমি ধরছি তোর পায় |