ছড়া - কবিতা ১ । মাঘ ১৪৩১



   ঢাকনা 














অচিন্ত্য  সুরাল

কলকাতা, পশ্চিমবঙ্গ



মেঘ ঢেকে দেয় চাঁদের হাসি

পোশাক ঢাকে শরীরটাকে

পর্দা ঢাকে ঘরের আব্রু

শাকের আঁটি মাছকে ঢাকে


ক্রোধকে ঢাকে চতুর হাসি

যায় না বোঝা কী কার মনে

টাক ঢাকা দেয় পরচুলাতে

“মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”


আঁধার ঢাকে দিনের আলো

চোখের পলক চোখকে ঢাকে

যার দু’চোখে চামড়া-ই নাই

কী দিয়ে সে ঢাকবে তাকে !


খাবার ঢাকে ঢাকনা দিয়ে 

কিন্তু ক’জন খাবার পায়

লজ্জা ঢাকে বস্ত্র দিয়ে 

তেমন বস্ত্র সবার নাই 


ঢাকনাগুলোই ফাঁস করে দেয়

মিথ্যা দিয়ে ঢাকলে চুরি

মূর্খতাকে ঢাকতে হলে

বাকসংযম খুব জরুরি