ছড়া - কবিতা ১ । ফাল্গুন ১৪৩১






   ভরে দেয় আলো














শঙ্কর কুমার চক্রবর্তী

কলকাতা, পশ্চিমবঙ্গ



ছোট্ট এক সাদা পানা মেঘ এলো উড়ে

এক ঝাঁক বালি হাঁস যায় বহু দূরে, 

নীলিমায় নীল রং আকাশের গায়

ফুটি ফাটা রোদ্দুর খালি চমকায়।


ঘুড়ি এক উড়ে উড়ে ক্লান্ত যে সে

লাল পাখি, নীল পাখি গলা ছেড়ে গেয়ে,

বলে তারা খুঁজে পেলে সবুজ এক বন

স্থায়ী ভাবে থেকে যায় নদী দরশন।


কোথা যায় মেঘ খানা চলো তো দেখি

অবাক চোখ ভাবে কোথা গেলো একি,

আকাশটা বুঝে শুনে মুচকি যে হাসে

উড়ে উড়ে দূরে যেতে মেঘ ভালোবাসে।


আকাশের রোদ্দুর দূরে দূরে ছায়

সারাদিন খেলে বেড়ায় সবুজ পাতায়,

আদুরে এ পরিবেশ বড়ো লাগে ভালো

ছোট এই মনটাতে ভরে দেয় আলো!