আকাশ থেকে যখন একটু
শীতল বাতাস নামে
গরম দিনে পথের ভুলু
চলতে চলতে থামে ।
গাছের তলায় জিরিয়ে নিয়ে
পরক্ষণেই বোঝে
দৃষ্টি যে তার শশব্যস্ত
ফের খাবারের খোঁজে।
পেটের খিদে ক্লান্তি আনে
সঙ্গে চোখে জলও
পা দুটি তার অবশ হয়ে
করে টলোমলো ।
কেউ দিয়ে যায় রুটির টুকরো
কেউ যে এঁটো কাটা
তা খেয়ে তার পেট ভরে না
তাই তো এ পথ হাঁটা।
তেষ্টায় বুকের ছাতি ফাটে
আগুন জ্বলে পেটে
ভুলু কাঁদে শুকনো ঠোঁট তার
জিভে চেটে চেটে।