অরুণকুমার দাঁ

   ভবানীপ্রসাদ মজুমদারকে     নিবেদিত











অরুণকুমার দাঁ





 

 

বুদ্ধিমানের বুদ্ধি নিয়ে

লিখলে তুমি ছড়া,

গা ছমছমে ভূতের ছড়া

তোমার হাতে গড়া।

 

বিজ্ঞানটাকে সহজ করে

ছোট্ট শিশুর মনে,

ইতিহাসের মানুষগুলো

চেনাও জনে জনে।

 

মিঠির চিঠিপড়লে হাসি

ছোটো ছেলের মতো,

তোমার ছড়া অসুখ মনে

মনের ওষুধ যত।

 

বাংলা ভাষার দিবস দিনে

সবার কণ্ঠে সাজে,

ইংরেজিটা ভীষণ ভালো

বেঙ্গলিটা বাজে।




  

<