কলেজের একজামে ফেল করে সদ্য,
লিখে ফেলে হারু এক দুঃখের পদ্য।
তারপর চোখ মুছে পড়ে দেখে বারবার –
“ইউরেকা! আর নেই ডিগ্রীর দরকার!
বিখ্যাত কবি আমি হব ঠিক একদিন!“
এই বলে পড়া ছেড়ে সাধনায় হয় লীন।
বিকেলের আড্ডায় কবিতার বৃষ্টি;
ফেসবুকে পোস্টায় নব নব সৃষ্টি।
কেউ করে আনফ্রেন্ড, কেউ দেয় ব্লকিয়ে ;
প্রতিবেশী বন্ধুরা হাসে মুখ বেঁকিয়ে।
মনে ব্যথা পেয়ে হারু বাড়ি ছেড়ে বেরিয়ে-
বসে থাকে জঙ্গলে, লোকালয় পেরিয়ে।
একা একা পাঠ করে সব লেখা পরপর –
গাছে থাকা ভূতেদের বুক করে ধড়ফড়!
হুঙ্কার ছাড়ে তারা – “থাম ব্যাটা শয়তান!
তা না হলে কামড়িয়ে ছিঁড়ে নেব দুই কান!“
প্রাণ নিয়ে ফিরে হারু মন দেয় পড়াতে।
কবি হওয়া আর হায় জুটলনা বরাতে।