মাটির মানুষ ভবানীপ্রসাদ হাওড়ার শানপুরে, জন্ম নিয়ে বাস করছেন খুশির অন্তঃপুরে। মাটির ঘরের মানুষ তিনি পদ্যের জাল বোনে, কচিকাঁচার মনের ঘরে আসেন আপন মনে। মজার মজার ছড়া লেখেন হাজার কুড়ির ছড়া, তাঁরই হাতের রঙ-তুলিতে রঙ্গ রসে ভরা। তাঁর ছড়াতে ছন্দ দোলা পক্ষ্মীরাজের ছানা, কচিকাঁচা ছড়া কেটে করছে আনাগোনা। তাঁর ছড়াতে হাবুর নালিশ বড়োবাবুর কাছে, ভালোবাসলে বাংলা-টাংলা
আসবে মনের কাছে।
|