এই লেখাটির > মুদ্রিত সংখ্য রেজিঃ ডাকে পেতে - | | টিনের চালের পাঠশালাটি
কদম গাছের তলে,
দক্ষিণে তার পড়ছে ছায়া
স্বচ্ছ দিঘির জলে।
গাঁয়ের যত বাচ্চারা সব
ইস্কুলে যেই আসে,
ছাতার মতন গাছটি তখন
খিলখিলিয়ে হাসে।
হাজার হাজার তারার মতো
ঝুলতে থাকে ফুল,
সবুজ সবুজ পাতার কানে
দুলছে যেন দুল।
কদম ফুলের পাপড়ি ঝরা
হলুদ উঠোন পরে,
নামতা পড়ে ছেলে মেয়ে
একসাথে সুর করে।
|