গাছের পাতা ঝরছে না আর, দখিন বাতাস বয়
বসন্ত যে এল দ্বারে, শীতের ছুটি হয়।
লাগছে ভালো বেশ
পাতার ফাঁকে কোকিল ডাকে আনে খুশির রেশ।
ফুলের ভারে কৃষ্ণচূড়ার নুইয়ে পড়া ডাল
তাকিয়ে দেখি পলাশ ফুলের হাসিভরা গাল।
নাচে তা ধিন-ধিন
মৌমাছি আর প্রজাপতির এল মজার দিন।
অনাথ শিশু দাঁড়িয়ে দূরে নেইকো জামা গায়
হোলি এল, মাখব আবির, আয় না কাছে আয়।
বিবর্ণ সব মুখ
খুশির রঙে ভরে উঠুক পেয়ে সকল সুখ।