বিক্রমজিৎ চট্টোপাধ্যায়

ভবানীপ্রসাদ মজুমদার









বিক্রমজিৎ

চট্টোপাধ্যায়




 

 

সবুজবুড়ো ছদ্মনামে ভবানী মজুমদার,

ছড়া লিখেছেন অজস্র, প্রায় পনেরো হাজার পার!

চারিদিকে যত শিশুবেলা ছিল, ছড়ায় মিশে যে আছে

এমন লেখা আরও আরও চাই, আমরা তোমার কাছে।

হেড-মাস্টারি করেছ দাপটে, লেখায় হয়নি ক্ষতি

বাংলা ছড়ার সম্রাট তুমি, ‘ভবানন্দ ভারতী

কত না ভাবনা রূপ পেয়েছে সে ছন্দতে লুকোচুরি,

একটার পর একটা লেখা শুধু ভালোবেসে পড়ি।

মনের মধ্যে আনন্দ সুর, কথাতে জাদুর খেলা

ভবানীপ্রসাদ মানেই পদ্যে খুঁজে পাওয়া ছোটবেলা।

বহু প্রাপ্তি, বহু সম্মান তোমার ঝুলিতে আছে

তবুও কষ্ট রয়ে গেল বুঝি তোমার মনের কাছে।

এখনও হয়তো একলা কবি শূন্যে তাকিয়ে ভাবে,

অবহেলিত শিশুদের কাছে তাঁর ছড়া ভেসে যাবে।

আকাশে তখন সোনালি রৌদ্র, মেঘ থাকবে না আর

সেই স্বপ্নেই লেখেন আজও ভবানী মজুমদার।




  

<