ছড়া - কবিতা ৬ । পৌষ ১৪৩১

    সুখের আলো 












স্বপনকুমার বিজলী

কলকাতা, পশ্চিম বঙ্গ



শীত এসে যেই গরিব দুখির 

কাঁপায় অনায়াসে,

এসোনা ভাই বন্ধু হয়ে 

দাঁড়াই ওদের পাশে।


তোমার আমার ঘরে কত 

শাল সোয়েটার থাকে ,

ফুটপাতে রাত কাটায় ওরা 

হিমের পরশ মাখে।


রুম হিটারে আমরা কেমন 

শীতে গরম থাকি ! 

এসো শীতের পোশাক দিয়ে 

ওদের ভালো রাখি।


আমরা শীতে খুশি থাকি 

গুড় পাটালি মোয়ায়, 

অভুক্ত পেট, ওরা কাঁপে 

কাঠের আগুন পোহায়।


গাঁ শহরে এমন অনাথ 

চারিদিকে আছে,

একটু ভাবো সুখের আলো 

আসুক ওদের কাছে।