পীযূষ কান্তি সরকার হাওড়া, পশ্চিমবঙ্গ
| | কেপটাউন যে জলহীন শহর তোমরা তো গেছ জেনে জলবণ্টন চলছে সেখানে হিসেবনিকেশ মেনে। পরিবার পিছু দেওয়া হয় ঠিক পঁচিশ লিটার জল, লাঠি হাতে আছে শান্তিরক্ষক চলবে না কোলাহল। এবার নাকি আসছে পালা ভারতের বেঙ্গালুরু-র শুনে থেকেই ঘুরছে মাথা বুক করে দুরুদুরু। এখন থেকেই হও সাবধান অপচয় হোক বন্ধ কলকাতাতেও হাজির হবে
কেপটাউনের দ্বন্দ্ব।
|