আছে শিং , আছে লেজ , আছে এক বড়ো গোঁফ
নেই কোনও খাবারেই তেমনটা তার লোভ!
মারলে কাঁদেনা সে , হো হো করে ওঠে হেসে
মারলেই পেঁচিয়ে লেজে ধরে সে নিয়ে আসে!
খিদে পেলে হাওয়া ধরে গপাগপ সে গিলে খায়
দুখে নেই ভ্রুক্ষেপ গলা ছেড়ে সে গান গায়!
মাঝে মাঝে শখ হলে উল্টে সে গেছে চড়ে
পাগুলো উপরে রেখে মাথাটাকে নিচু করে!
রেগে গেলে সে শুরু করে হাতে বুক বাজাতে
রাত্রিতে ঢাকে মাথা বড়ো এক ছাতাতে!
জ্বর হলে খালি গায়ে পুকুরেতে দেয় ডুব
কারণটা শুধালে সে থাকে সদা নিশ্চুপ!
দেখতে সে বড়ো নয় ছোট খাটো দেড় হাত
ওর ভয়ে সদা নাকি কুমড়োপটাশও কাত !
পেল্লাই ভুঁড়ি আছে তবু মনে দুখ তার
সেই দুখ মেটাতেই দেখায় সে ডাক্তার!
লাজ পেলে মুখ ঢেকে চুষে খায় নুন আদা
সে নাকি অসলেতে রামগরুড়ের দাদা!