ছড়া - কবিতা - ১ । জ্যৈষ্ঠ ১৪৩১



 আয় রোদ্দুর ঝেঁপে বৃষ্টি     আনবি মেপে











ডাঃ রামপদ মণ্ডল 
বারুইপুর, পশ্চিম বঙ্গ




 

'রোদ' দেখে যে       হাঁপিয়ে ওঠে

আন ধরে তার       "রোদে তে",

'কান ধরে' তার       দাঁড় করাবি

ধাক্কা  দিবি       'বোধে'তে।

 

বল'তো কেন-       রোদ বেশি চাই ?

"রোদ না হলে       খাবি কি" ?

'আ-রে বোকা'       রোদ না হলে

"জলীয় বাষ্প"       পাবি কী ?

 

তুই কী নিজে       পারবি দিতে

বাদায়  মাঠে       জল দিতে ?

পাহাড় কিংবা       গভীর বনে

বৃষ্টি ধারার       ফল দিতে।

 

সাগর থেকে       জলের কণা

বাতাস বাষ্পে       ভরিয়ে,

ঐ যে আকাশ       মেঘ করেছে

বৃষ্টি  দেবে       ছড়িয়ে।