ছড়া - কবিতা ২ । ফাল্গুন ১৪৩১








   রাজার ঘুম














রবীন  বসু 

কলকাতা, পশ্চিমবঙ্গ



একটি দেশের একটি রাজা 

ঘুমিয়ে পড়েন খুব 

এই জেগে তো এই ঘুমিয়ে 

ঘুম যেন তাঁর সুখ।

যখন তখন ঘুম আসে তাঁর

সভার কাজের মধ্যে 

বিচারটিচার মাথায় ওঠে 

ঘুম ভাঙাতেই সন্ধে।

মন্ত্রী মশাই বেজায় ক্ষেপে 

ছেঁড়েন মাথার চুল 

এই রাজত্বে মন্ত্রী হওয়া

হয়েছে ভীষণ ভুল।

উপায় খোঁজেন ঘুম তাড়াবার 

ডাকেন বুড়ো বদ্যি

ওষুধ কিছু থাকে যদি 

দিন না মশাই, সত্যি।

মাথা চুলকে বদ্যি বলে

উপায় একটা আছে 

বলতে পারি, ওষুধের নাম 

কানটা আনুন কাছে।

নস্যি নিলেন রাজামশাই 

নাকটা টিপে ধরে 

ঘুম ছুটে যায়, মন্ত্রী হাসেন

সভাও হাসে জোরে!