ছড়া - কবিতা ৫ । আশ্বিন - ১৪৩১


      উৎসব শেষে













নুরজামান শাহ

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ




 

চারিদিকে মুখরিত হইচই - কলরব,
আজকে পাড়ায় পাড়ায় হাসিখুশি উৎসব।
অপরূপ সাজগোজ আলোর বাহারে,
দেখে মন ভরে যায় কি দারুণ আহা রে!
এখনও মনের মাঝে থেকে গেছে রেশ,
উৎসবের দিনগুলি লাগছিল বেশ।
 
কিছুদিন পরে ঠিক খুলবে যে ইসকুল,
আবার পড়াশোনা চলবে তাই বিলকুল।
ঠান্ডা আমেজ নিয়ে শীত আসে ঘরে,
রাশি রাশি শিউলি উঠোনেতে ঝরে।