ভবানীপ্রসাদ মজুমদারের প্রতি
বসন্ত পরামাণিক
কেমন করে শব্দ সাজাও কবি
কেমন করে আঁকলে ছড়ায় এমন খুশির ছবি!
পাতায় পাতায় ছড়িয়ে দিলে যে সকল অক্ষর,
সে-অক্ষরই আনল বয়ে আলোমাখা ভোর।
শিশুর ভুবন জুড়ে
তোমার ছড়া স্বপ্ন আঁকে ছন্দে সুরে সুরে।
কোন জাদুতে লিখলে এমন ছড়া
ছড়ায় ছড়ায় ঠিক যেন এক স্বপ্ন-ভুবন গড়া!
শিশুর ঠোঁটে ছড়িয়ে দিলে শিউলি ফোটা হাসি,
ছড়িয়ে দিলে ছড়ার বুকে খুশি রাশি রাশি।
তোমার ছড়ার মাঝে
চিরদিনের প্রাণ-জাগানো শৈশব-সুর বাজে।
প্রত্যহ তাই তোমার ছড়া এসে
সব শিশুদের ডাক দিয়ে যায় এমনি ভালোবেসে।
ছড়ায় বাঁধা পশুপাখি, অনেক মজার কথা
কাব্যে আবার এঁকে দিলে কঠোর বাস্তবতা।
হে ছড়া সম্রাট
তোমার ছড়ায় বন্ধ মনের খুলল যে কপাট।