আয় কে যাবি আমার সাথে সব পেয়েছির দেশে
ময়ূরপঙ্খী সাজিয়ে নিয়ে চলবো সবাই ভেসে,
দু’হাত ভরে কুড়িয়ে নেবো ইচ্ছে ফুলের দানা
স্বপ্ন গুলো সাজিয়ে দেবো করবে না কেউ মানা,
রামধনুকে স্পর্শ করে চাঁদের বাড়ি যাবো
একটুকরো জ্যোৎস্না হয়ে সবার ছোঁয়া পাবো,
গাছের ছায়ায় বই মেলে সব পড়বো ধারাপাত
ইচ্ছেনদীর জোয়ার-ভাঁটায় ভেসেছে জাতপাত,
আয়রে সবাই একটু হাসি, একটু করি খেলা
এমনি করেই যাক না কেটে সবার ছেলেবেলা,
আবোল তাবোল সহজপাঠের নিত্য আনাগোনা
রেলগাড়ির শব্দে অপু আজও হয় আনমনা।