স্বরাজ নামের সেই ছেলেটা ছোট্টবেলা থেকে
তুলির টানে কতই ছবি যাচ্ছে শুধুই এঁকে !
তাই বলে কী সেই ছেলেটার পড়ায় ফাঁকি ছিল ?
একটুও নয়, একটুও নয় মস্ত ছিল দিলও !
ছোট্ট থেকেই নেশা ছিল মাটির মূর্তি গড়ায়
তার পরেতেই মন দিত সে নিত্যদিনের পড়ায় !
বোশেখ এলেই রবিঠাকুর ডাকতো ওকে নিত্য,
নৃত্য-গানে আর কবিতায় ভরতো যে ওর চিত্ত !
সুরের খেয়া ভাসতো যে ওর মন-উদাসী গানে
বাঁশী পেলে আর ছাড়ে না বাজায় আকুল প্রাণে !
'সব পেয়েছির আসর' মাতায় সেই ছেলেটা আজও
গান কবিতায় ডুব দিয়ে যায় নেই কপালে ভাঁজও !
ভালো ভালো বই পেলে ওর মন বসে না কাজে,
সেরা পাঠক প্রথম থেকেই মিথ্যে বলছি না যে !
স্বরাজ নামের সেই ছেলেটা দরাজ সে তো আজও
সৃষ্টি সুখের মগ্ন ধ্যানে করছে সে তো রাজও !
নিত্য নূতন এঁকেই চলে বিশ্বমানের ছবি
বিজ্ঞানী কেউ, কেউ খেলোয়াড়, কেউ বা শ্রেষ্ঠ কবি !
আকাশটা ওর খুব কাছেতে নেই সে কোনো ছলে
আনন্দসুখ ধরবে মুঠোয় আপন নিষ্ঠা বলে !