ছড়া - কবিতা ৩ । অগ্রহায়ণ ১৪৩১


    ঠাকুরমার ঝুলি












প্রণব কুমার চক্রবর্তী 

কুচবিহার, পশ্চিম বঙ্গ




 

ছোটবেলার দিনগুলো সব কাটিয়েছি কেমনে 

সোনা মাখা স্মৃতিগুলো সব পড়ছে আজ মনে

আমরা ছিলাম সাত ভাই বোন যৌথ পরিবারে

প্রতি রাতেই খাবার পরে যেতাম ঠাম্মির ঘরে। 

আদর করে ঠাম্মি মোদের কাছে ডেকে নিয়ে

শুরু করতেন গল্প বলা ঘরের ঝুলি খুলে দিয়ে

খুলতে ঝুলি বেড়িয়ে পড়ত হর কিসিমের ভূত

কেউ হিন্দু কেউ মুসলিম কেউ সাহেবদের পুত

মহামিলনের মন্ত্র শেখাতে সারাটা ভারত ঘুরে

ঠাম্মি ওদের নিয়ে এনেছেন ঝুলির ভিতরে পুরে

নিজেদের সব হিংসা, ঘৃণা, আর জাতিবিদ্বেষ ভুলে

গাইতো ভূতেরা হরি সংকীর্তন দু হাত ঊর্ধ্বে তুলে

কখনো নাচতো ভাঙরা নাচ পাঞ্জাবি গান গেয়ে

কখনো আবার ডিস্কো ড্যান্স সাহেবী ড্রেস গায়ে

গোয়ানিজ ভূত এ্যান্তোনি কবি করতো কালী নাম

শুনতে শুনতে আমরা সবাই ঘুমিয়ে পড়তাম