কমলকুমার মন্ডল নদীয়া, পশ্চিমবঙ্গ
| | বিকেলগুলো পায়না খুঁজে ভুবন ডাঙার মাঠে জলকেলি তো হয় না এখন চূর্ণী নদীর ঘাটে।
সূর্যি মামা যায় যে ডুবে আপন মনে পাটে মাতে না আর খুনসুটিতে হট্টমেলার হাটে।
কানামাছি, বুড়ি ছোঁয়া গোল্লাছুট আর গাদি উঠোন জুড়ে যায় না দেখা কাঁচের গুলি আদি।
হারিয়ে যাওয়া দিনগুলি আজ মনের কোনে কাঁদে টগবগিয়ে ছুটছে ঘোড়া রূপকথার ওই চাঁদে।
|