শক্তিপ্রসাদ ঘোষ কোচবিহার, পশ্চিমবঙ্গ
| | পাখির ঠোঁটে বার্তা এলো শীত এসেছে ভাই ঠান্ডা হাওয়া বইছে ঘরে গরম কাপড় চাই।
বইছে হাওয়া বইছে হাওয়া শবজি ভরা মাঠ দিনের শেষে ফিরছে ঘরে ভরা জনে ঘাট।
চলছে খেলা বসছে মেলা খেজুর গুড়ের হাঁড়ি পিঠে পায়েস হচ্ছে সবার সবার বাড়ি বাড়ি।
খোকাখুকু নাচছে সবাই আসছে বড় দিন কেহ নয় ছোট কেহ নয় বড় কেহ নহে হীন।
|