নান্টু বড়ুয়া চট্টগ্রাম, বাংলাদেশ
| | চার দেয়ালের বন্দি দশা আমার কী আর ভাল্লাগে! খাওয়া ঘুম ও পড়তে বসা এটাও যে কাল্ লাগে! বাবার আদর মায়ের শোহাগ একঘেয়েমি ঝাল লাগে।
ইচ্ছে করে উড়তে ঘুরতে বন-বাদাড়ে মাঠ-ঘাটে, সাইকেল নিয়ে ঘুরে আসি নদীর কিনার হাঠ-ঘাটে। সেথায় নাকি কোমর জলে পাট চাষিরা পাট্-ঘাঁটে?
শহুরে জীবন বন্দি দশা ইট-পাথরের দেয়ালে, নেই এখানে পুকুর ও মাঠ গড়ছে দালান খেয়ালে। দালান গড়ে সুখের জন্যে জীবন বন্দি খাঁচায় বৃক্ষ ছাড়া বাতাস ছাড়া গরমে কে বাঁচায়?
|