আসবে আমার গাঁয়ে ?
দেখবে কেমন খেতের পাশে
জলায় শাপলা ফুটে হাসে
মিহিরোদে খুকু যখন তোলে আলতো পায়ে
আসবে আমার গাঁয়ে ।
আসবে আমার গাঁয়ে ?
দেখবে কেমন গরুর পালে
রাখাল ঘুমায় বেখেয়ালে
ধুলো মেখে নরম ঘাসে যখন মাঠের বাঁয়ে
আসবে আমার গাঁয়ে ।
আসবে আমার গাঁয়ে ?
দেখবে কেমন দূরের খালে
চিংড়ি ধরে বুড়ি জালে
টুকরো মেঘে বৃষ্টি ছড়ায় যখন দুপুর নায়ে
আসবে আমার গাঁয়ে ।
আসবে আমার গাঁয়ে ?
দেখবে কেমন খড়ের চালে
চাঁদ আবেশে জ্যোৎস্না ঢালে
পাখির কূজন শুনে যখন মাঝি নৌকা বায়ে
আসবে আমার গাঁয়ে ।