ছড়া-কবিতা - কোথায় থাকি - শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় । ফেব্রুয়ারি - ২০২৪



  কোথায় থাকি







শ্রী প র্ণা 
বন্দ্যোপাধ্যায়




....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

মেঘ মুলুকে আবছায়াতে

বান ভাসানো চাঁদনি রাতে

অচিন আকাশ স্বপ্ন মেখে কী সুর বাজায়?

 

জড়িয়ে গায়ে চাদরখানা

মাগো আমার ঘুম আসে না

ছাদের ওপর শুয়ে জেগে রাত কেটে যায়।

 

শহর জুড়ে নিয়ন আলো

ঝাঁ চকচক চোখ ধাঁধালো

রাতের তারা আকাশ ছেড়ে কোথায় লুকোয়?

 

এ কোন দেশে আনলে আমায়

সন্ধ্যেবেলা আঁধার ঘনায়

জ্বলছে শুধু ফুল্‌কি আলো তারায় তারায়?

 

বড্ড ভালো লাগছে আমার

সবুজ খেত সবজে খামার

চোখ জুড়োনো সব তবুও দিন কাটে না।

 

সময় যেন থমকে আছে

আমিই বসে সবাই কাজে

দু’দিন হলে দারুণ! পরে মন টেঁকে না।

 

ফ্ল্যাটবাড়িতে দুইটি ঘরে

তিনটি মানুষ পরস্পরে

আঁকড়ে ধরে নিজের করে জগৎখানা।

 

ছোট্ট করে বাঁচতে শেখা

বিন্দুখানায় সিন্ধু দেখা

কম্পিউটার টিভি স্ক্রীনে বিশ্ব চেনা।

 

হাতের মুঠোয় জগৎখানাই

যখন যা চাই মুহূর্তে পাই

তবু যেন কীসের অভাব ভাল্লাগে না –

 

বুজলে দু’চোখ অমনি দেখি

ছুটছি আমি ধূলোয় এ কী!

ডাকছে আমায় পাকুড় গাছের দোলনাখানা।

 

বর্ষার মাঠ জল থৈ থৈ

পুকুর ঘাটে হাঁস চৈ চৈ

সব কী করে আপন হল বলতে পারো?

 

তুমিও কি মা নিজের মনে

শহর ছেড়ে কাশের বনে

লাল মাটিতে শেকড় ছুঁতে চাও আবারো?