ছড়া - কবিতা ১ । অগ্রহায়ণ ১৪৩১


     হতাম যদি আমি











অচিন্ত‍্য সুরাল 

কলকাতা, পশ্চিম বঙ্গ



 

একটা ছড়া এমন যদি হতো---

যখন সক্কলে নিষ্প্রাণ,

সে কিন্তু ছোট্ট নদীর মতো

গাইছে সুখে কলকলিয়ে এগিয়ে চলার গান

 

একটা ছড়া চাইলে হতেই পারে ---

যখন সক্কলে তার্কিক,

তার কিন্তু কেবল বোধের সাধন

জানার গণ্ডি পার করে সে বোঝে তার অধিক

 

একটা ছড়া মোটেও বিরল নয়---

যখন সক্কলে অস্থির,

সে কিন্তু প্রাচীন বটের মতো

নিজের ছায়ায় ধ‍্যানমগ্ন, অবিচল গম্ভীর

 

একটা ছড়া কোথাও কোথাও থাকে ---

যখন সক্কলে উদ্ধত,

সে কিন্তু লাউ-এর ডগার মতো

উচ্চতাকে স্পর্শ করেও মাটিতে প্রণত

 

এসব ছড়া সজীব ছেলে মেয়ের---

যখন 'নদেয় আসে বান'

ভাটির টানে ভাসায় না গা তারা

উজান বেয়ে গাইতে জানে, একলা চলার গান

 

ওই মেয়ে আর ওই ছেলেদের মতো

সত্যি বলি, হতাম যদি আমি

জীবন থেকে ছিন্ন বাঁধন ফেলে

"বাঁচন" হতো বাঁচার চেয়ে দামী

 

<
সূ চি প ত্র