ছড়া-কবিতা - পাখিরা - সলিল রঞ্জন দাশগুপ্ত । ফেব্রুয়ারি - ২০২৪




 পাখিরা





স লি ল  র ঞ্জ ন 
দা স গু প্তা





....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

বইছে বাতাস ভীষণ জোরে,

সব পাখিরা চুপটি করে

গাছের ডালটা আছে ধরে

এই বুঝি যায় নীচে পড়ে।

চুপটি বসে ছোট্ট ছানা,

উড়তে তখন তার যে মানা।

ডাকছে ভয়ে কিচু মিচু,

ওমা করো একটা কিছু!

মা বলে ওর, ভয় পেয়ো না,

ঝড়ে উড়ে না যেয়ো না।